90’s Rhymes

নেমন্তন্ন

অন্নদাশঙ্কর রায়


যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।
কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি ?
না, বাবুজি । কিসের তবে?
ভজন হবে। শুধুই ভজন ?
প্রসাদ ভোজন। কেমন প্রসাদ ?
যা খেতে সাধ। কী খেতে চাও ? ছানার পোলাও।

ইচ্ছে কী আর ? সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
এই কেবলি ? ক্ষীর কদলী।
বাঃ কী ফলার। সবরি কলার।
এবার থামো। ফজলি আমও।

আমিও যাই ?
না, মশাই ৷